নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তবে তিনি স্বীকার করেন, কনস্যুলেট অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, রোববার কনস্যুলেট অফিসে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাহফুজ আলম অংশ নেন। তিনি স্বাভাবিকভাবে প্রোগ্রামে যোগ দেন এবং বেরিয়ে আসেন।
গোলাম মোর্তোজা জানান, “আওয়ামী ফ্যাসিস্টরা একটি কালো গাড়ি আটক করে বিক্ষোভ করেছিল। অথচ সে গাড়িতে মাহফুজ আলম ছিলেন না এবং তারা তাঁর মুখোমুখিও হয়নি। মূলত কনস্যুলেটের সামনের গ্লাসের দরজাটিই তারা ভাঙচুর করেছে। দেশে যেমন করে, এখানেও তাই করেছে।”
তিনি আরও বলেন, ঘটনার সময় পুলিশ এসে হামলাকারীদের সরিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে যারা ভাঙচুর করেছে, তারা উল্টো বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!