পাবনা: ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঈশ্বরদী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঈশ্বরদী রেলস্টেশনে তেলবাহী ট্যাংকার ও পাথরবাহী ওয়াগনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তেলবাহী ট্যাংকার সিগন্যাল অমান্য করায় এই দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলের ব্যবস্থাপক শাহ সূফী নূর জানান, ঈশ্বরদী ইয়ার্ডেই উদ্ধারকারী ক্রেন আছে এবং ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। ক্রেন ঘটনাস্থলের কাছেই থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে খুব বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।
ঈশ্বরদী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ,দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বিঘ্নিত, যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি
বাস ও লঞ্চের মাধ্যমে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ
মন্তব্য করার জন্য লগইন করুন!