মো, রাব্বি ঢালী
আগামী কয়েকটা দিন একটু সাবধানে চলাফেরা করুন। বিশেষ করে বড় শহর গুলোতে ছিনতাই ও ডাকাতি বেড়েই চলেছে। তাই কিছু সাবধানতা মেনে চলা-ফেরা করা জরুরি হয়ে পড়েছে। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাহিরে যাবেন না। বাসার দরজা জানালা ঠিক মতো লক করে রাখুন। ১ থেকে ২ হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে বের হবেন না।
ব্যাংক কার্ড একান্ত দরকার না হলে সাথে রাখবেনা না। দামি ফোন ল্যাপটপ ও ক্যামেরা সাথে নেবেন না।
মহিলারা দামি হোক বা কম দামি কোন গহনা পড়ে বাহিরে যাবেন না। রাস্তায় মোবাইল বের করে টেপাটেপি করবেন না। সিএনজিতে উঠলে ব্যাগ ও ফোন সাবধানে রাখুন। নির্জন রাস্থা এড়িয়ে চলুন। একা একা কোথাও যাবেন না। মনে রাখবেন একটু সাবধানতাই আপনাকে বাঁচাতে পারে বড় ধরনের বিপদ থেকে। তাঁই আপনি একটু সাবধানতা মেনে চলুন। সুস্থ, থাকুন ভালো থাকুন bdcn24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
মন্তব্য করার জন্য লগইন করুন!