স্টাফ রিপোর্টার।
অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে HFM851 ফ্লাইটটি ছেড়ে পাকিস্তানের ইসলামাবাদ হয়ে ঢাকায় আসে।
বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কনসুলার শাখা অবৈধভাবে অবস্থান করা এসব অভিবাসীদের দেশে ফেরাতে ট্রাভেল পারমিট ইস্যু করে। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী, আবার কারও কোনো পাসপোর্টই ছিল না। এদের জাতীয়তা নিশ্চিত করতে হাইকমিশনের কর্মকর্তারা ইন্টারভিউ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ট্রাভেল পারমিট প্রদান করেন।
ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকায়। তাদের মধ্যে নারীও রয়েছেন। জানা গেছে, কেউ কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, কেউ শিক্ষার্থী ছিলেন, আবার অনেকের নির্দিষ্ট কোনো পেশাই ছিল না।
কূটনৈতিক সূত্র জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক বাংলাদেশি যুক্তরাজ্যে অবস্থান করায় দেশটির হোম অফিস কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে। ফলে অবৈধভাবে থাকা অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিদেশে অবৈধভাবে অবস্থান করলে শেষ পর্যন্ত ফেরত আসতেই হয়। তাই সচেতনতা ও সঠিক কাগজপত্র ছাড়া বিদেশে যাওয়া বিপজ্জনক।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে অভিবাসন নীতি কঠোর হয়ে যাওয়ায় বাংলাদেশিদের ভিসা পাওয়া দিন দিন কঠিন হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও মালয়েশিয়া থেকেও অনেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!