অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, “আগামী নির্বাচনকে সবার জন্য উন্মুক্ত করতে আমরা কাজ করছি। শারীরিকভাবে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এবার প্রবাসী ও বন্দিদের ভোট দেওয়ার সুযোগ রাখা হবে।”
রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশন অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিজ ইন ইলেকটোরাল প্রসেস’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
সানাউল্লাহ আরও বলেন, “মানুষ একসময় নির্বাচনকেই ভুলে গিয়েছিল। এবার সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করছে।”
এদিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটের অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত। তাই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্যদিকে, আওয়ামী লীগ আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে চাচ্ছে। তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখা জরুরি। ঐক্যে ফাটল ধরলে অস্থিতিশীলতা ও নৈরাজ্যের সুযোগ নিতে পারে দোসররা।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। তবে এর সফল বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!