ইমরান হক - স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, নির্বাচনে এলে ছাড় দেওয়ার প্রস্তাবে রাজি হয়নি তারা। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।
একরাতে সব নেতাদের মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি, তারা আসোলে কি চায় পরিস্কার নয়।
সম্প্রতি রোববার, ডিসেম্বর ১৭, ২০২৩, একটি বেসরকারি টেলিভিশনে (চ্যানেল ২৪) সাক্ষাৎকার প্রদানকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি আরো বলেন, দেশকে স্থিতিশীল রাখতে পরিকল্পনার অংশ হিসেবেই জেলে রাখা হয়েছে বিএনপি নেতাদের।
বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলতো না। তারা দেশটির উন্নয়ন ও অগ্রগতির জন্য হুমকি বিধায় এছাড়া আমাদের অন্য কোনো গত্যন্তর ছিল না। বিকল্পও ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি।
তারা যেভাবে জ্বালাও পোঁড়াও ও মানুষ হত্যায় মেতেছিল তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো। তাদের নির্বাচনে আসার জন্য বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাগিদও দেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!