উজানের ঢল ও প্রবল বর্ষণের ফলে কুড়িগ্রামের নদনদীতে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ভারতের দিক থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি, যার মধ্যে কাটা ও উপড়ে আসা গাছও রয়েছে।

ভারতের উজান অঞ্চল থেকে নেমে আসা প্রবল ঢলে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি বাড়ছে। রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে কালজানি নদী হয়ে বাংলাদেশ অংশে ভেসে আসে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি। ধারণা করা হচ্ছে, ভারতে ভারী বৃষ্টিপাতে বনাঞ্চল থেকে এসব গাছ পানির স্রোতে ভেসে এসেছে।
ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় নদীর পাড়ে স্থানীয়রা নানা উপায়ে এসব গাছ সংগ্রহ করছেন। অনেক গাছ কেটে রাখা ছিল, আবার কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব গাছ ভারতের হাসিমারা ফরেস্ট এলাকা থেকে আসতে পারে। হাসিমারা বনাঞ্চল দিয়ে প্রবাহিত কালজানি নদী ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারী বৃষ্টিতে ওইসব বনাঞ্চল প্লাবিত হওয়ায় গাছগুলো নদীপথে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান বলেন, ‘নদীতে এখন শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। মাঝেমধ্যে মৃত গরুও ভেসে আসছে। মনে হচ্ছে অলৌকিক কিছু ঘটছে।’
আরেক বাসিন্দা আবু সাইদ জানান, বিকেল ৩টার দিকে গাছগুলো আসতে শুরু করে। অনেকে নৌকা ও সাঁতারের সাহায্যে গাছ তুলেছেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, “নদীর পানি তেমন বাড়েনি, বন্যার আশঙ্কা নেই।”
শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, “নদীর পুরো পাড়জুড়ে শুধু গাছ দেখা যাচ্ছে। মানুষজন নৌকা নিয়ে গাছ তুলছে। নিশ্চিতভাবে বলা যায়, এসব গাছ ভারত থেকে এসেছে।”
মন্তব্য করার জন্য লগইন করুন!