নিজস্ব প্রতিবেদক |
আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই সদস্য। তবে স্থানীয় জনতা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। একপর্যায়ে ধরা পড়ে যান দুই বিএসএফ সদস্য এবং পা ধরে কাকুতি-মিনতি করে ক্ষমা চান।
ঘটনাটি সম্প্রতি ঘটে এবং মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার ভিডিও পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, দুই বিএসএফ সদস্য সশস্ত্র অবস্থায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনা জানার পরপরই কাছাকাছি বিজিবি ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় জনতা ও বিজিবি সদস্যদের যৌথ প্রচেষ্টায় বিএসএফ সদস্যদের অস্ত্রসহ আটক করা হয়। পরে তারা বিজিবি সদস্যদের পা ধরে ক্ষমা চান।
ভিডিওতে দেখা যায়, বিএসএফ সদস্যরা ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে পড়ে যান এবং বিজিবির কাছে প্রাণভিক্ষা চান। ভিডিওটি সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাংবাদিক সামি তার পোস্টে মন্তব্য করেছেন, এই ভিডিও ও ঘটনার সত্যতা বিজিবি কর্তৃপক্ষ দ্বারা যাচাই-বাছাই করা হয়েছে।
শেষ পর্যন্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ সদস্যদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।
মন্তব্য করার জন্য লগইন করুন!