তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা বাংলাদেশের ব্যবসায়ীদের তাঁর দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
রামোস-হোর্তা বলেন, তিমুর-লেস্তে আগামী বছর আসিয়ানের সদস্য হবে এবং এটি ৭০০ মিলিয়ন মানুষের বিশাল বাজারের অংশ হয়ে উঠবে। পাশাপাশি তিনি বাংলাদেশের পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
নোবেলজয়ী ইউনূসকে নেলসন ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধীর মতো বিশ্বনেতার সঙ্গে তুলনা করে রামোস-হোর্তা বলেন, "বাংলাদেশ সৌভাগ্যবান এমন একজন নেতৃত্ব পেয়েছে।"
তিমুর-লেস্তের জনগণ এবং বাংলাদেশের মানুষের ইতিহাসের মিল উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ সৃজনশীল, পরিশ্রমী এবং সফল।"
মন্তব্য করার জন্য লগইন করুন!