মানুষের শখের কোনো সীমা নেই। কেউ সংগ্রহ করেন মুদ্রা, কেউ ডাকটিকিট। তবে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা জোয়েল স্পিয়ারসের শখটি একটু ভিন্ন। তিনি সংগ্রহ করেন এনার্জি ড্রিংকের ক্যান। এই শখেই এবার তিনি গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এক হাজার ১৯টি এনার্জি ড্রিংকের ক্যান সংগ্রহ করে বিশ্ব রেকর্ডধারী হয়েছেন এই ‘ক্যাফেইন ম্যান’ নামে পরিচিত ইউটিউবার।
রোড আইল্যান্ডের ট্রিভার্টন এলাকার এই বাসিন্দা জানুয়ারিতে গিনেস কর্তৃপক্ষের কাছে তার ক্যান সংগ্রহের সব প্রমাণ পাঠান। গত সপ্তাহে ঘোষণা আসে, বিশ্বে সবচেয়ে বেশি এনার্জি ড্রিংক ক্যান সংগ্রহে স্পিয়ারসই রেকর্ডধারী। স্থানীয় ডব্লিউজেএআর টিভি চ্যানেলকে তিনি জানান, ‘গিনেস রেকর্ড গড়ার স্বপ্ন কখনো দেখিনি, কিন্তু শখের তাগিদে ক্যান সংগ্রহ করতে করতে অবশেষে বিশ্ব রেকর্ড গড়ে ফেললাম।’
স্পিয়ারস ছয় বছর আগে ইউটিউবে এনার্জি ড্রিংক নিয়ে পর্যালোচনা শুরু করেন, যা তার সংগ্রহকে প্রভাবিত করেছে। রেকর্ড গড়ার জন্য প্রতিটি ক্যানের আলাদা ছবি ও ভিডিও জমা দিতে হয়েছে বলে জানান তিনি। কাজটি সময়সাপেক্ষ হলেও তিনি এটিকে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
স্পিয়ারস আরও জানান, প্রতিদিন এক বা দুটি এনার্জি ড্রিংক পান করেন তিনি। তার সংগ্রহে থাকা সবচেয়ে প্রিয় ক্যানটি হলো সুইডিশ ফিশ স্বাদের ঘোস্ট এনার্জি ড্রিংক।
মন্তব্য করার জন্য লগইন করুন!