একটি তর্জনী সেদিন ফুটেছিল আকাশে,
একটি তর্জনীর গর্জন সেদিন দেখেছিল বিশ্ব,
একটি তর্জনী সেদিন রচিল ইতিহাসের অমর মহাকাব্য,
একটি তর্জনী সেদিন ভিত নড়ে দিল শোষকের,
একটি তর্জনী সেদিন এক নতুন জাতির উত্থান ঘটায়,
একটি তর্জনী সেদিন জয় বাংলা শ্লোগানে
বাংলাদেশের মুক্তির সূচনা ঘটায় ।
শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির পিতা,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ইতিহাসের মহানায়ক,
যার তর্জনীর গর্জনে দিশেহারা জাতির মঞ্জিল দিশা।
যার তরে অকুল সাগরে ভাসমান জাতি খুঁজে পায় তট,
রেসকোর্সের জনসমুদ্র তখন এঁকেছিলো বাংলার পট।
৭ মার্চ, সাত সমুদ্র তেরো নদী পারের শোষিত মানবতা
দিগ দিগন্তে মহাকাশ সমীরণে শুনেছিল মুক্তির বারতা।
বজ্রধ্বণি গর্জেছিল, কাঁপছিল সব শয়তান পন্ডিত ,
ন্যায়ের কাছে পরাজয় ঘটিয়ে কামিয়াব সত্যের ভিত।
আজও সেই ধ্বনি ভাসে মহাকাশে ফুৎকারে শোষকে
অন্যায় যেথায় বিহীত তথায় মুক্তি সেথায় সকাশে ।
প্রলয়াবধি বাজবে সে ধ্বনি হুংকারে ঐ তর্জনীর গর্জন,
মুক্তির নেশায় নিপীড়িত জাতি জপবে ৭ মার্চের ভাষণ।
" রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো,
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ!
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম : জয় বাংলা "।
একটি তর্জনী সেদিন ফুটেছিল আকাশে,
একটি তর্জনীর গর্জন সেদিন দেখেছিল বিশ্ব,
একটি তর্জনী সেদিন রচিল ইতিহাসের অমর মহাকাব্য,
একটি তর্জনী সেদিন ভিত নড়ে দিল শোষকের,
একটি তর্জনী সেদিন এক নতুন জাতির উত্থান ঘটায়,
একটি তর্জনী সেদিন জয় বাংলা শ্লোগানে
বাংলাদেশের মুক্তির সূচনা ঘটায় ।
শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির পিতা,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ইতিহাসের মহানায়ক,
যার তর্জনীর গর্জনে দিশেহারা জাতির মঞ্জিল দিশা।
যার তরে অকুল সাগরে ভাসমান জাতি খুঁজে পায় তট,
রেসকোর্সের জনসমুদ্র তখন এঁকেছিলো বাংলার পট।
৭ মার্চ, সাত সমুদ্র তেরো নদী পারের শোষিত মানবতা
দিগ দিগন্তে মহাকাশ সমীরণে শুনেছিল মুক্তির বারতা।
বজ্রধ্বণি গর্জেছিল, কাঁপছিল সব শয়তান পন্ডিত ,
ন্যায়ের কাছে পরাজয় ঘটিয়ে কামিয়াব সত্যের ভিত।
আজও সেই ধ্বনি ভাসে মহাকাশে ফুৎকারে শোষকে
অন্যায় যেথায় বিহীত তথায় মুক্তি সেথায় সকাশে ।
প্রলয়াবধি বাজবে সে ধ্বনি হুংকারে ঐ তর্জনীর গর্জন,
মুক্তির নেশায় নিপীড়িত জাতি জপবে ৭ মার্চের ভাষণ।
" রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো,
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ!
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম : জয় বাংলা "।
চেয়ারম্যান
খান জাহান আলী কালু পাটোয়ারী
মন্তব্য করার জন্য লগইন করুন!