উত্তর কোরিয়ার জনগণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উপহার হিসেবে ৭০টির বেশি প্রাণী পাঠানো হয়েছে। এই প্রাণীদের মধ্যে রয়েছে একটি আফ্রিকান সিংহ ও দুটি বাদামি ভালুক।
রুশ সরকারের তথ্য অনুযায়ী, প্রাণীগুলো মস্কো চিড়িয়াখানা থেকে পাঠানো হয়েছে পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানায়। গতকাল বুধবার এ বিষয়ে নিশ্চিত করেছে রাশিয়া।
রাশিয়ার প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কোজলভ এই উদ্যোগ তদারকি করেছেন। উড়োজাহাজে করে এসব প্রাণী উত্তর কোরিয়ায় পৌঁছে দেওয়ার সময় মস্কো চিড়িয়াখানার অভিজ্ঞ প্রাণিচিকিৎসকেরা সঙ্গে ছিলেন। বর্তমানে প্রাণীগুলো পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানায় স্থানান্তরিত হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ বৃহস্পতিবার জানায়, পুতিনের উপহার হিসেবে বিরল এই প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ংইয়ং।
এর আগেও, গত এপ্রিলে পিয়ংইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানার জন্য রাশিয়া বিভিন্ন প্রজাতির পাখি পাঠিয়েছিল। সেই দলে ছিল ঈগল, সারস ও তোতা।
উল্লেখ্য, গত জুন মাসে উত্তর কোরিয়া সফরে যান ভ্লাদিমির পুতিন। সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি। সেই সময় কিম পুতিনকে স্থানীয় পুংসান জাতের এক জোড়া কুকুর উপহার দেন। পুতিনের এই সফরের পর থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
এবারের বিরল প্রাণী উপহার দুই দেশের বন্ধুত্বের আরও একটি নজির হয়ে থাকল।
মন্তব্য করার জন্য লগইন করুন!