রাজধানী সানা: ইঙ্গো-মার্কিন সেনাদের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় প্রস্তুতি নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বিশাল মহড়া চালিয়েছে। রবিবার রাজধানী সানার অদূরে 'প্রতিশ্রুত দিবসের মহড়া' শীর্ষক এই সামরিক কসরৎ প্রদর্শন করা হয়।
ইয়েমেনের বার্তা সংস্থা সাবার বরাত অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় সেনা কমান্ডের বিশেষ বাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ায় দেখানো হয় যে, শত্রু সেনারা প্যারাসুটের সাহায্যে ইয়েমেনের কিছু অঞ্চলে অবতরণ করে দেশটির কিছু সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তুলে আগ্রাসী সেনাদের পরাস্ত করে।
প্রায় এক হাজার সৈন্যের অংশগ্রহণে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর একটি চৌকস ইউনিট মহড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখে। এ কাজে বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়।
মহড়ায় দেওয়া ভাষণে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল নাসের আল-আফিতি বলেন, তার দেশের আত্মরক্ষা করার পূর্ণ সামর্থ্য রয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা এমন একটি আন্তর্জাতিক সমাজের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছি যেটি কেবল শক্তির ভাষা বোঝে।"
মন্ত্রী আল-আফিতি আরও বলেন, ইয়েমেন "চরম ঘৃণিত ও দখলদার শক্তি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে" এবং তেল আবিবের বিরুদ্ধে যে নৌ অবরোধ আরোপ করা হয়েছে তা ছিল "সম্পূর্ণ যৌক্তিক ও মানবিক সিদ্ধান্ত।"
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটন ও লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেন, "আমেরিকা ও ব্রিটেন যদি ইয়েমেনে স্থল আগ্রাসন চালাতে চায় তাহলে তার পরিণতি ভালো হবে না।"
মন্তব্য করার জন্য লগইন করুন!