আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জনপদ। মুহূর্তেই ধসে পড়েছে অসংখ্য স্থাপনা, ভেঙে পড়েছে ঘরবাড়ি। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরটিএ জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ৫০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।
টিআরটি ওয়ার্ল্ড জানায়, রোববার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়েছে। এমনকি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ৪০০ কিলোমিটার দূরে কম্পন টের পাওয়া গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ঘেরা কুনার প্রদেশ। সরু রাস্তার কারণে সেখানে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। ইতিমধ্যেই আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার।
বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এ মর্মান্তিক ঘটনায়। সহায়তা ও সহমর্মিতা নিয়ে এগিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
মন্তব্য করার জন্য লগইন করুন!