মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পোর্টল্যান্ডে অভিবাসন ও শুল্ক কার্যকর কেন্দ্রগুলো (আইসিই) রক্ষায় প্রয়োজন হলে পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।
ওরেগনের পোর্টল্যান্ডে আইসিই কেন্দ্রগুলোতে হামলার আশঙ্কায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অ্যান্টিফা ও অন্যান্য ‘দেশি সন্ত্রাসীদের’ হামলা ঠেকাতে প্রতিরক্ষামন্ত্রীকে সেনা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন জানিয়েছেন, শহরে কোনো সহিংসতা বা অরাজক পরিস্থিতি নেই, তাই সেনা মোতায়েনের প্রয়োজন নেই। একই সুরে গভর্নর টিনা কোটেকও বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি নেই এবং সেনা মোতায়েনের দরকার নেই।
ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করলেও রিপাবলিকান নেতাদের অনেকেই এটিকে সমর্থন করেছেন। মার্কিন শ্রমমন্ত্রী লরি চাভেজ-ডিরেমারের মতে, আইসিই কেন্দ্রগুলো সুরক্ষিত রাখা জরুরি, তাই ট্রাম্পের পদক্ষেপ যথাযথ।
পোর্টল্যান্ডে চলতি বছরের প্রথম ছয় মাসে সহিংস অপরাধের হার কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, এ সময় ১৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ কম।
যদিও ট্রাম্পের নির্দেশে সেনা কীভাবে মোতায়েন হবে এবং ‘পূর্ণ শক্তি’ ব্যবহার বলতে কী বোঝানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। উল্লেখ্য, চলতি বছরের জুন থেকে শহরের আইসিই কেন্দ্র ঘিরে একাধিক বিক্ষোভ হয়েছে। এসব ঘটনায় কাঁদুনে গ্যাস ছোড়া ও গ্রেপ্তারের পাশাপাশি ৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ২৬ জনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!