BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জ প্রতিনিধি :শান্তিগঞ্জ উপজেলায় একজন বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে (১১) কবরস্থানের ভিতরে জঙ্গলে নিয়ে পাশবিক নির্যাতন করে বলৎকারের অভিযোগ উঠেছে। গেল শনিবার (২৪ মে) সন্ধ্যার পূর্বে উপজেলার জয়কলস গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শিশুটি গরু বাড়িতে আনার জন্য হাওরে গেলে একই গ্রামের আব্দুল মোতালিবের পুত্র ইমন মিয়া (২৫) তাকে ভয়ভীতি দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে বলৎকার করে। এতে শিশুটির মলদ্বারে মারাত্মক ক্ষত সৃষ্টি হয় এবং রক্তক্ষরণ শুরু হলে তাকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।