BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
টানা তিন দিনের ভারি বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল। হাঁটুপানিতে ডুবে গেছে বন্দরের একাধিক শেড ও ইয়ার্ড, যার ফলে পণ্য খালাস কার্যক্রমে দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়। দীর্ঘসময় পানির মধ্যে থাকায় অনেক পণ্যের গুণগতমানও নষ্ট হয়ে যাচ্ছে।বন্দরজুড়ে পানির রাজত্ব, থেমে আছে খালাস কাজজলাবদ্ধতার কারণে ৯, ১২, ১৫, ১৬ ও ১৮ নম্বর শেডে পণ্য ওঠানো-নামানোর কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি যানবাহন ও নিরাপত্তাকর্মীর চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।দুর্বল অবকাঠামো, নজর নেই কর্তৃপক্ষের?স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই বন্দরে পানি নিষ্কাশনের কোনও কার্যকর ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। কিন্তু বছর বছর একই পরিস্থিতি হলেও দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের।