BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার - ইমরান হকচাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, যারা আ.লীগ করেছে তারা ব্যবসা করতে পারবেন না-এমন কথা আমরা কখনও বলি নি। বিগত ১৫ বছর যারা ফ্যাসিবাদের লুটপাটে জড়িত, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এবং দলের স্পষ্ট নির্দেশ ব্যবসায়ী সমাজ আপনারা ভয়-ভীতির ঊর্ধ্বে ব্যবসা পরিচালনা করবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে এবং প্রশাসনকে বলবেন। ব্যবসায়ী সমাজের বাইরে আমরা কেউ নই।ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এ দেশের পরিবর্তন সম্ভব না। চাঁদাবাজ, মাদকের ব্যাপারে আমাদের দল, প্রশাসন, আমি, পুলিশ তথা যৌথবাহিনী একেবারেই জিরো টলারেন্সে।তিনি বলেন, মেঘনা নদীতে অবৈধ বালুকাটা এই শব্দটা চাঁদপুরের জন্যে লজ্জাজনক। এ আগস্টের পর এখানে প্রশাসন বালু কাটতে দেয় না। আগে তাদের সহযোগিতায় বালুকাটা হয়েছিলো।তিনি বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালিত হবে। ব্যবসায়ী সমাজে নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে।বৃহস্পতিবার (২২ মে ২০২৫) দুপুরে পুরাণবাজারস্থ চেম্বার ভবনে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।চেম্বারের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, প্রবীণ রাজনীতিক ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।