BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরিশাল -কুয়াকাটা মহাসড়ক (বরিশাল বিশ্ববিদ্যালয়ের) ববি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে। কোটা সংস্কার ও বিভিন্ন জায়গা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেতেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।আজ সন্ধা ৭.৩০ মিনিট মহাসড়ক অবরোধ করেন ববি শিক্ষার্থীরা।প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত মহাসড়ক অবরোধ রয়েছে। এর আগে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকারের নির্দেশে ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। সরকারের শিক্ষার্থীদের উপর এমন নিষ্ঠুর আচরণ আমরা মেনে নিতে পারি না। আমরা এর সমুচিত জবাব দেব। তারা আরো জানান, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে।আমাদের এখানে করবে কিনা জানিনা। আমাদের উপর হামলা করলে আমরাও তার সমুচিত জবাব দেব। রাতে আমাদের উপর টোকাই অথবা পুলিশ দিয়ে আক্রমণ করতে পারে,এমন তথ্যও আমরা পেয়েছি। তাই আমরাও এখন প্রস্তুত হয়ে এসেছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না।আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকারকে রাজাকার কে রাজাকার?তুই রাজাকার তুই রাজাকার।কে বলে রে রাজাকার?ধিক্কার ধিক্কার।লাখো শহীদের রক্তে কেনাদেশটা কারো বাপের না।তুমি নও আমি নই রাজাকার রাজাকার।আমি কেনো রাজাকার?শেখ হাসিনা জবাব দাও।