BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শাকিল আহম্মেদ (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির জন্য জবাবদিহি চাওয়ায় নিজের অফিস কক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি প্যান্টের চেইন খুলে বিশেষ অঙ্গ দেখালেন আন্দোলনকারী শিক্ষার্থীদের। এ নিয়ে জেলাজুড়ে শিক্ষার্থী এবং আপামর জনতার মাঝে সমাচলনা সৃষ্টি করেছে।সোমবার (১২ আগস্ট) বিকেল ৬টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবীতে কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীতে তত্ত্বাবধায়ক ডাক্তার তপন কুমার রায় কে সাময়িক বরখাস্ত করা হয়।গতকাল (১১ আগস্ট) রোববার সকালে হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে শিক্ষার্থীরা জবাবদিহিতা চাওয়ায় তাদের সাথে অশালীন ভাষা ও অঙ্গভঙ্গিতে কি বোঝাতে চেয়েছেন এ নিয়ে সমালোচনা করছেন জেলার সর্বস্তরের জনতা।বিভিন্ন সুত্রে জানাযায়, এর আগে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আলাউদ্দিন নামক এক যুবক ভুয়া রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে টাকা আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় সংবাদ প্রকাশের পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এছাড়া ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।ভুয়া রশিদ ব্যবহার করে বিভিন্ন পরিক্ষা নীরিক্ষার জন্য ফ্রী নেয়া হয় নাহলে রোগীদের সাথে খারাপ আচরণ করেন। এভাবে প্রতিটি বিভাগ থেকে ভুয়া রশিদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।শিক্ষার্থীদের সাথে অপ্রীতিকর আচরন ও দায়িত্বহীনতার কারণে সিরাজগঞ্জের ছাত্রসমাজ - তত্ত্বাবধায়কের পদত্যাগ এবং আইনগত ব্যবস্থা গ্রহন,হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে, সার্বিক কার্যক্রমের জবাবদিহিতার ব্যবস্থা এবং R.M.O A.D স্যারের বদলি, রোগীপক্ষ ও শিক্ষার্থী পক্ষের নিরাপত্তা নিশ্চিতকরণ, হাসপাতাল সমম্পর্কিত সকল অনিয়ম ও দালালমুক্ত এবং প্রমানিত হলে উপযুক্ত শাস্তি প্রদান, ছাত্র-ছাত্রীদের মাসিক ভিজিট ও সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিতকরণসহ ৬দফা দাবী পেশ করেছেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, তার বিরুদ্ধে সব ধরনের অভিযোগের সুষ্ঠ তদন্ত করা হবে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।