BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে ষষ্ঠ দিনের মত আজ সোমবার (৮ জুলাই) আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন ও আলোচনার মাধ্যমে কর্মসূচি শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হল গুলো ঘুরে বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।যা প্রতিবেদনে লেখার সময় পর্যন্ত চলমান।এসময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতি আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ক্লাস-পরীক্ষা বর্জন সহ আন্দলোন সফল করতে রোববার (৭ জুলাই) বেলা ১২টায় ২৩ সদস্যের সমন্বয় কমিটি গঠন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।আন্দোলনকারী মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সৈকত হোসেন জানন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আপামর জনতা পাকিস্তানি শোষণ, বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এদেশে কে মুক্ত করে। আজ কোটা পদ্ধতি সেই শোষণ-বৈষম্যের পতাকা বহন করছে। অতি সত্তর আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই।