BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দেশ ও জাতির কল্যানে বিভিন্ন কর্মকাণ্ডে এলিট ফোর্সের প্রতিফলন দেখাতে চান বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। এজন্য বাহিনীর সদস্যদের আইনবহির্ভূত বা অপেশাদার কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইনবহির্ভূত কাজ করে কেউই ছাড় পাবে না।আজ রবিবার ২৩ জুন দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলছিলেন র্যাব ডিজি। সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব আরোপ করে নবাগত র্যাব মহাপরিচালক, র্যাব ফোর্সেস মহোদয়ের ৫ দফা দিক নির্দেশনা ও কর্মপন্থা তুলে ধরা হয়।ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেন, র্যাবের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস সেটা আমরা আরও বৃদ্ধি করতে চাই। সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে প্রত্যেকটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। র্যাবের প্রতিটি সদস্যকে সব ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, চেইন অব কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো র্যাব সদস্য যদি আইনবহির্ভূত কাজ করেন বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।