BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শিশুর জন্মের পর থেকে ধীরে ধীরে তার শারীরিক ও স্নায়বিক বৃদ্ধি ঘটে। কিন্তু কখনো যদি দেখা যায় যে শিশুর মাথার আকার বয়সের তুলনায় বাড়ছে না, অথবা যে সময়ে ঘাড় শক্ত হয়ে বসা বা হামাগুড়ি দেওয়ার কথা, সেই সময়ে এসব করছে না—তাহলে মস্তিষ্কের স্থিতিশীল কোনো সমস্যা থাকতে পারে। এছাড়া শিশুর চোখে চোখ রেখে হাসতে না পারা, ডাকলে ফিরে না তাকানো, হাত সবসময় মুষ্টিবদ্ধ রাখা, অস্বাভাবিকভাবে হাত নড়ানো বা কাঁপুনি দেওয়াও এ ধরনের সমস্যার লক্ষণ হতে পারে। এসব লক্ষণ দেখা গেলে বোঝা যায় যে, শিশুর স্নায়ুবিক সমস্যায় আক্রান্ত, যা তার চলনশক্তি ও দেহের সঠিক ভঙ্গি বজায় রাখতে সমস্যা সৃষ্টি করছে। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় সেরিব্রাল পালসি। বাংলাদেশে প্রতি হাজারে প্রায় ৩ দশমিক ৪ জন শিশু এই সমস্যায় ভুগছে বলে সমীক্ষায় উঠে এসেছে।