BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মানুষের জীবনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনার মিশেল থাকে। ঈশ্বর আমাদেরকে পরীক্ষার মাধ্যমে ধৈর্য, সন্তুষ্টি, তওবা, ঈমানের শক্তি বৃদ্ধি করেন।কিছু আমল যা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে:১) ধৈর্য্য ধারণ: ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য্য ধারণ করলে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন।২) অল্পে তুষ্টি: ঈশ্বরের দেওয়া রহমতের প্রতি কৃতজ্ঞ থাকলে মন প্রফুল্ল থাকে।৩) নামাজ: নিয়মিত নামাজ পড়লে মন শান্ত থাকে এবং ঈশ্বরের সাহায্য লাভ করা যায়।৪) ইস্তিগফার: পাপের জন্য ক্ষমা চাইলে ঈশ্বরের রহমত লাভ করা যায় এবং মন থেকে দুশ্চিন্তা দূর হয়।৫) আল্লাহর আশ্রয় চাওয়া: ঈশ্বরের কাছে সাহায্য চাইলে ঈশ্বর আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবেন।৬) দোয়া করা: রাসুলুল্লাহ (সাঃ) শেখানো দোয়া নিয়মিত পড়লে দুশ্চিন্তা দূর হয়।৭) বেশি বেশি দরুদ পাঠ: রাসুলুল্লাহ (সাঃ) এর উপর বেশি বেশি দরুদ পাঠ করলে ঈশ্বরের রহমত লাভ করা যায় এবং গুনাহ মাফ করা হয়।