BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরগুনা প্রেসক্লাব এর সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এর সঙ্গে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৫ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম তার বক্তব্যের শুরুতে বায়ান্ন`র ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং জুলাই আগষ্ট মাসের গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়তে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সুস্হ্যতা কামনা করেন। তিনি সকল সাংবাদিকদের খোলামেলা আলোচনা করে সকলকে বরগুনার বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রায় জেলা প্রশাসনের সঙ্গে এক সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন তার ফোন এবং তার কার্যালয়ের দরজা গণমাধ্যম কর্মীদের জন্য উন্মুক্ত। সকলে মিলে বরগুনা গড়তে একসঙ্গে কাজ করে যাব।সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুস চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিঞা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের, সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, দৈনিক দ্বিপান্চল পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন। উপস্হিত ছিলেন, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছে সেইসব শহিদদের প্রতি শ্রদ্বা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার এখন চাচ্ছে রা্ষ্ট্র সংস্কার করতে। আমরা জুলাই, আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফসল।