BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেষ হচ্ছে ছয়টি সরকারি প্রতিষ্ঠানের মোট ৪০৪টি পদের আবেদন প্রক্রিয়া। যাঁরা এখনো আবেদন করেননি, দ্রুত সিদ্ধান্ত নিন—কারণ সময় কিন্তু ফুরিয়ে আসছে!চাকরির এসব সুযোগ এসেছে চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC), নাটোর সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। নিচে প্রতিটি প্রতিষ্ঠানের আবেদনের তথ্য এক নজরে দেখে নিন—চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল:১১টি ক্যাটাগরিতে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে, যা পাওয়া যাবে [বেপজা ওয়েবসাইটে]। আবেদন পাঠাতে হবে ডাকযোগে—হাতে বা সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।পিএসসি (PSC) নন-ক্যাডার:৯ম ও ১০ম গ্রেডে ১১টি ক্যাটাগরিতে ৭৯টি পদ। আবেদন করতে হবে অনলাইনে, [BPSC ফরম-৫-এ] পূরণ করে টেলিটকের মাধ্যমে ফি প্রদান করতে হবে।