BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব পর্যটন দিবসে উপজেলার প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কৃষ্ণপুর জমিদারবাড়ি বর্তমানে গৌরীপুর সরকারী কলেজের প্রাচীন ও মূল ভবনের সামনে ক্রিয়েটিভ এসোসিয়েশনের উদ্যোগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরে বিকাল ৪টায় ধান মহালস্থ ক্রিয়েটিভ এসোসিয়েশনের মিলনায়তন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।র্যালি ও মানববন্ধনে বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, বাংলা ৫২ নিউজের ব্যুরো প্রধান দিলীপ কুমার দাস, প্রেস নিউজের গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. সাইফুল আলম, সমাজকর্মী মো. সামছুল ইসলাম, এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ প্রমুখ।