BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুক্তভুগী লোকজন বৃহস্পতিবার বিকালে ভালুকা পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। দু’দিনের মাঝে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এর লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলে ঘেরাও প্রত্যাহার করে নেয় উত্তেজিত জনতা।ভোক্তভোগিদের অভিযোগ, পবিত্র রমজান মাস আসার পর থেকেই ইফতার,তারাবির নামাজ,সেহরির সময় বিদ্যুৎ চলে যায় এবং ২৪ঘন্টায় মাঝে অহরহ বিদ্যুৎ এর লোডশেডিং দেয়া হচ্ছে। এতে ভালুকা পৌর সভার ৯নং ওয়ার্ডের জনগণ ক্ষুব্ধ হয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে রাখে। এ সময় উত্তেজিত জনতাদের মাঝে নেতৃস্থানীয় লোকজনের সাথে নির্বাহী প্রকৌশলীর ফলপ্রসু আলোচনা শেষে ঘেরাও প্রত্যাহার করে নেয়া হয়।ভালুকা পিবিডি এর নির্বাহী প্রকৌশলী এ জে এম আনোয়ারুজ্জামান জানান,দেশে বিদ্যুৎ’র ঘাটতি থাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবহারে একটু সমস্যা হচ্ছে। আগামী দু একদিনের মাঝে ওই এলাকার বিদ্যুৎ এর লোড শেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।