BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আবারও পুরোনো কথাই শুনতে হলো—দল এখনও তরুণ, সময় দিতে হবে। অথচ খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, কথার চেয়ে বাস্তবতা ভিন্ন। অভিজ্ঞতায় ভরা স্কোয়াডের ব্যর্থতার দায় এবার চাপানো হলো ‘তরুণদের কাঁধে’।অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, "দল তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে, সময় দিলে ভালো করবে।" কিন্তু প্রশ্ন হলো—এই ‘নতুন’ খেলোয়াড় কারা? স্কোয়াডে অভিষিক্ত মাত্র দুজন—ইমন আর তানভীর। বাকি সবাই আন্তর্জাতিক ক্রিকেটে পা গেড়েই ফেলেছেন বহু আগেই।বিশ্লেষণে দেখা যায়, তাসকিন, মোস্তাফিজ, শান্ত, হৃদয়, এমনকি মিরাজ নিজেও অন্তত একাধিক বিশ্বকাপ বা এশিয়া কাপ খেলে ফেলেছেন। বয়সে তরুণ হলেও ক্রিকেটের পাঠ পুরনো। তাহলে এই ব্যর্থতার আসল কারণ কী?