BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন "বিজয়ী" এর উদ্যোগে ২০ জন শিক্ষার্থীকে "কেক বেকিং, উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসার" প্রশিক্ষনের সাটিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। অদ্য ২৭শে জানুয়ারী পুরান বাজার কচিকাঁচার মেলার হলরুমে প্রশিক্ষনার্থীদের নিয়ে উদ্যোক্তা উন্নয়নে বিষয়ে আলোচনা পরামর্শ সভা করা হয়।আলোচনা সভা শেষে বিজয়ীর ফেইসবুক গ্রুপের ১৫ হাজার সদস্য হওয়ার খুশিতে কেক কেটে সেলিব্রেশন করা হয় এবং নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়।"বিজয়ী” এর উদ্যোগে "বিজয়ী তৈরিতে বিজয়ী"- এই স্লোগানে গত ডিসেম্বর মাসে ১৬ দিন ব্যাপি কেক বেকিং এর বেসিক টু এডভান্স ট্রেনিং করানো হয়। নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী" নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক এর এজিএম মো: শাহরিয়ার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, চর্যাপদ একাডেমির মহা পরিচালক এড: রফিকুজ্জামান রনি, লক্ষীপুর বিসিক এর কর্মকর্তা মোঃ জুয়েল চৌধুরী, ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান।