BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সরকার ইতিমধ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে, যা আগামী অক্টোবর থেকে তাদের কাজ শুরু করবে। ডিসেম্বরের মধ্যেই এসব কমিশন তাদের রিপোর্ট জমা দেবে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।তিনি বলেন, “সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিলে সেগুলো পর্যালোচনা করে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা করা হবে। এরপর এসব রিপোর্ট অনলাইনে উন্মুক্ত করা হবে।”