হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। তিনি বলেন, বানিয়াচং উপজেলা মৎস্য ভান্ডার বলে খ্যাত। আমাদের দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। বড়বড় বিল পুরোপরি সেচকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। পোনা মাছ আহরণ ও বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রশানের পাশাপাশি মাছ রক্ষায় সকলে মিলে সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পোনা নিধনকারী, কারেন্ট জাল দিয়ে মাছ আহরণকারীদের সামাজিক আন্দোলনের পাশাপাশি তাদেরকে ধরিয়ে দেওয়ার আহবান জানান তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!