স্টাফ রিপোর্টার - ইমরান হক।।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ অনুষ্ঠিত
চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে শনিবার (১৫ জুন) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়। কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) পুলিশ সুপার, চাঁদপুর।
এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!