মো: রবিউল হক (রাব্বি) ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বুধবার (২১ ফেব্রুয়ারি) গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজ খবর নেন। এসময় তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মোফাজ্জল হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা: হেলাল উদ্দিন আহমেদ, এমপি'র পিএস শাকিল আহমেদ (রবিন)সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক।
সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নাদের ইসলাম এর সাথে কুশল বিনিময় করেন এবং হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। সেই সাথে সকল ডাক্তার, স্টাফ, নার্স ও রোগীদের খোঁজ খবর নেন ও তাদের সাথে একান্তে সমস্যার কথা শুনেন। হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে সাধ্যমত সহযোগিতারও আশ্বাস দেন ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!