স্টাফ রিপোর্টার - ইমরান হক।
সরকার পরিবর্তনের পর ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম কেমন চলছে, কোথাও কোন প্রকার সমস্যা হচ্ছে কিনা তা,সরেজমিনে দেখতে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি শনিবার(৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা হাসপাতালে আসেন। এসময় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ সাহাদাৎ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান নেতৃবৃন্দকে স্বাগত জানান।
উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ চাঁদপুর জেলা সভাপতি ডাঃ মোবারক হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।
শেখ ফরিদ আহমেদ মানিক তত্ত্বাবধায়কের সঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। এসময় হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে সকল চিকিৎসকদের সেবা দেয়ার আহবান জানান এবং প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং জরুরি বিভাগসহ ইনডোর-আউটডোর ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!