মোঃ মাসুম পারভেজ।। চাঁদপুরের বিভিন্ন উপজেলায় নামে বেনামে বৈধ এবং অবৈধ ভাবে গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা। ব্যাংঙের ছাতার মত গজিয়ে ওঠা এ সকল ইট ভাটার কর্মকাণ্ডে দূষিত হচ্ছে পরিবেশ ও ব্যহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম।
চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবার এই অবৈধ ইট ভাটা গুলোকে চিরস্থায়ী বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ মার্চ ২০২৫-এর মধ্যে লাইসেন্সবিহীন সকল অবৈধ ইটভাটা বন্ধ বা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসন, চাঁদপুর এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ ৩ মার্চ ২০২৫ তারিখে চাঁদপুর জেলার ইটভাটা মালিকদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভাপতিত্ব করেন এবং উপস্থিত সংশ্লিষ্টদের হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বিস্তারিত অবহিত করেন, বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে আগামী ৮/৩/২০২৫ তারিখের মধ্যে সকল অবৈধ ভাটাসমূহ বন্ধ করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়
মন্তব্য করার জন্য লগইন করুন!