নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষ রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের দুই শেয়ারবাজার-তালিকাভুক্ত কোম্পানি—বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল—চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) সম্মিলিতভাবে ব্যবসা করেছে ১৪ হাজার ৩৫৪ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।
গত অর্থবছরের একই সময়ে এই দুই কোম্পানির ব্যবসা ছিল ১২ হাজার ৬৯৫ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ব্যবসা বেড়েছে প্রায় ১,৬৫৯ কোটি টাকা।
বিএসআরএম কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুনাফাও বেড়েছে। চলতি ৯ মাসে দুই কোম্পানি মিলিয়ে মোট মুনাফা হয়েছে ৭১৭ কোটি টাকা। আগের বছরের এই সময়ের তুলনায় যা ১০৪ কোটি টাকা বা ১৭ শতাংশ বেশি।
বিএসআরএম লিমিটেড এককভাবে ৯ মাসে মুনাফা করেছে ৪১৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩৩৪ কোটি। অন্যদিকে বিএসআরএম স্টিল মুনাফা করেছে ৩০২ কোটি টাকা, যা আগের বছর ছিল ২৭৯ কোটি টাকা।
মুনাফা বাড়ার কারণ?
বিএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত জানিয়েছেন, সম্প্রতি চালু হওয়া নতুন কারখানার উৎপাদন শুরুর ফলে বিক্রি বেড়েছে। পাশাপাশি উৎপাদন খরচও কমানো হয়েছে, যা কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
বর্তমানে চট্টগ্রামের মিরসরাই, ফৌজদারহাট ও নাসিরাবাদে বিএসআরএমের তিনটি কারখানা রয়েছে। এর মধ্যে মিরসরাই ও ফৌজদারহাট কারখানা বিএসআরএম স্টিলের আওতায় এবং নাসিরাবাদের কারখানা বিএসআরএম লিমিটেডের অধীন।
চলতি বছরের প্রথম তিন মাসেও চমক:
২০২৫ সালের প্রথম তিন মাসে বিএসআরএম লিমিটেড ব্যবসা করেছে ২,৯১৮ কোটি টাকা, আর মুনাফা করেছে ২২৫ কোটি টাকা।
বিএসআরএম স্টিল একই সময়ে ব্যবসা করেছে ৩,৩৪৯ কোটি টাকা, মুনাফা হয়েছে ১৬২ কোটি টাকা।
রড উৎপাদন ও বাজারজাতকরণে বিএসআরএমের এমন ব্যবসায়িক সাফল্য বিনিয়োগকারীদের মধ্যেও ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!