মোঃ সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার ম্যুরাল রাতের বেলা গুড়িয়ে দেওয়া হয়েছে।
গত ৩০ ডিসেম্বর, রোজ সোমবার, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯ টা থেকে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, কিছু ব্যক্তি এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে ম্যুরালটি পুরোপুরি ভাবে গুঁড়িয়ে দেয়। ম্যুরালটির মাঝখানে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং দুই পাশে ছিল জাতীয় চার নেতার ছবি।
উল্লেখ্য পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ম্যুরালটি বিকৃত করা হয়েছিল। এখন পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হল।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলছেন, কে বা কারা কাজটি করেছে তা তাদের জানা নেই।
মন্তব্য করার জন্য লগইন করুন!