নিজস্ব প্রতিবেদক
বাতাসে যেন বিষ! আজ বুধবার সকালেও ঢাকার আকাশ ধোঁয়াশাচ্ছন্ন, বাতাস অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের লাইভ সূচক বলছে, সকাল ১০টায় ঢাকার বায়ুমান ছিল ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সবচেয়ে ভয়ংকর তথ্য হলো—বিশ্বের ১২৫ শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান এখন তৃতীয়!
ইরাকের বাগদাদ (স্কোর ২৮৫) রয়েছে তালিকার শীর্ষে।
পেয়ারাবাগ রেললাইন এলাকা ঢাকার মধ্যে আজ সবচেয়ে বেশি দূষিত, বায়ুমান স্কোর ১৯১।
কী পরামর্শ দিচ্ছে আইকিউএয়ার?
বাইরে বের হলে মাস্ক পরতে হবে
খোলা জায়গায় ব্যায়াম নয়
জানালা বন্ধ রাখার পরামর্শ
গত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ—এই চার মাসে ঢাকাবাসী এক দিনও নির্মল বাতাস পায়নি।
এ সময়ের দূষণ গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ, জানায় গবেষণা সংস্থা ক্যাপস।
ঢাকার দূষণের মূল কারণগুলো:
যানবাহনের ধোঁয়া
কলকারখানার ধোঁয়া
ইটভাটা
বর্জ্য পোড়ানো
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাসে পিএম ২.৫ (অতিক্ষুদ্র বস্তুকণা) মাত্রা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার ১৬ গুণ বেশি!
সরকারি পর্যায়ে নানা প্রকল্প নেওয়া হলেও দূষণ কমছে না—বরং বাড়ছেই। এখন প্রয়োজন বাস্তবভিত্তিক পদক্ষেপ, কঠোর নিয়ন্ত্রণ, ও নাগরিক সচেতনতা।
মন্তব্য করার জন্য লগইন করুন!