পঞ্চগড় শহরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে করতোয়া নদীর তীরে গড়ে তোলা হয়েছে ‘মিরগড় ইকোপার্ক’। জেলা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ঐতিহাসিক মিরগড়ে অবস্থিত এই পার্কটি এখন হয়ে উঠেছে স্থানীয় ও বাইরের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে ২১ একর জমিতে গড়ে ওঠা পার্কটির কিছু অংশ খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। প্রতিদিনই সেখানে বাড়ছে দর্শনার্থীর ভিড়। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। জেলার প্রশাসক মো. সাবেত আলী আশা করছেন, এবারের ঈদে ৫০ হাজারেরও বেশি দর্শনার্থী ভিড় জমাবেন এই পার্কে।
পার্কে রয়েছে শিশুদের জন্য নানা রকম রাইডস, সৌন্দর্য্যবর্ধক গাছ, দৃষ্টিনন্দন ফুলের বাগান, কৃত্রিম লেক ও পানির ফোয়ারা। চা-বাগান, ইকো স্টাইল বসার ঘর, আধুনিক শৌচাগার এবং হাঁটার পথ এই পার্কের বিশেষ আকর্ষণ। জেলার বাইরে থেকে আসা পর্যটকদের জন্য রাখা হয়েছে আবাসন সুবিধাও।
স্থানীয় কিশোর আরমান আলী জানান, করতোয়া নদীর পাশে পরিত্যক্ত এই জমিতে এমন একটি পার্ক হবে, তা ভাবাই যায়নি। এখন প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসছেন। ব্যবসায়ী ওয়াকিলুজ্জামান বলেন, “এতো বড় জায়গাটি একসময় পরিত্যক্ত ছিল, এখন তা হয়ে উঠছে সম্ভাবনার কেন্দ্র।”
জেলা প্রশাসক বলেন, “সরকারি জমিটি অবৈধ দখলের ঝুঁকিতে ছিল। তাই স্থানীয়দের বিনোদন ও জমির নিরাপত্তার কথা ভেবে এই ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এই উদ্যোগ শুধুমাত্র পঞ্চগড় নয়, সারাদেশের পর্যটকদের কাছেও একটি অনন্য দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!