চার মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানির স্তর বৃদ্ধি এবং খনন কাজ সম্পন্ন হওয়ায় এই রুট এখন ফেরি চলাচলের জন্য উপযোগী বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
রোববার সকালে বিআইডব্লিউটিসি চিলমারী অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, “চার মাস ফেরি বন্ধ থাকার পর ঘাটে কদম ও কুঞ্জলতা নামের দুটি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। পণ্যবাহী যান এলেই ফেরি ছাড়বে।” দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখনো ট্রাকের চাপ কিছুটা কম।
২০২৩ সালের সেপ্টেম্বরে চিলমারী-রৌমারী নৌরুট চালু হলেও, গত বছরের ডিসেম্বরে ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিআইডব্লিউটিএ নদীর ২২ কিলোমিটার এলাকায় খনন কাজ শুরু করে।
বিআইডব্লিউটিএ-এর উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, “ছয়টি খননযন্ত্র দিয়ে টানা চার মাস কাজের পর এখন ফেরি চলাচল উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। আশা করি, এই মৌসুমে আর নাব্যতা সংকটে ফেরি বন্ধ করতে হবে না।”
এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রী ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন। সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবাহী ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, “ফেরি চালু হওয়ায় সময় ও খরচ দুটোই বাঁচবে। তবে ফেরির নির্দিষ্ট সিডিউল ঠিক না থাকায় ঘাটে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়—এই সমস্যারও দ্রুত সমাধান হওয়া দরকার।”
মন্তব্য করার জন্য লগইন করুন!