কয়রা ( খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে খুলনার কয়রায় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“আদিবাসীদের অধিকার রক্ষা ও ভবিষ্যৎ গঠনে তাদের ভূমিকার স্বীকৃতি” প্রতিপাদ্যে উপজেলার পরিষদ হল রুমে এই আয়োজন করে সুন্দরবন আদিবাসী উন্নয়ন সংস্থা (সাউক), কয়রা, খুলনা।
বাবু গিরেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আবুল কালাম আজাদ ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাত আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা নিজস্ব নৃত্য ও গান পরিবেশন করেন, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!