রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে দেয়া শাস্তি বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেটের তথ্য অনুযায়ী, ৫২৫তম সিন্ডিকেট সভায় অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে গৃহীত শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক কমিটিকে এ বিষয়ে আগের তদন্ত প্রতিবেদন আরও একবার পর্যালোচনা করতে বলা হয়। এই পর্যালোচনার ভিত্তিতেই সর্বশেষ সিন্ডিকেট সভায় অধ্যাপক এনামুল হকের শাস্তি বাতিল এবং তাঁকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, বিভাগের অন্তত ১০ জন শিক্ষক জানিয়েছেন, আগে তদন্তে তাঁর শাস্তি ফরমায়েশি ছিল। বিষয়টি নতুন করে বিবেচনায় এনে যৌন হয়রানির অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি শাস্তিও বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ মে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে অশালীন অঙ্গভঙ্গি ও যৌন হয়রানির অভিযোগে লিখিত অভিযোগ জমা পড়ে। পরবর্তী তদন্তের ভিত্তিতে তাঁকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যা এখন বাতিল করে তাঁকে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!