ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের একজন তত্ত্বাবধায়কের অধীনে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, আর ভর্তি ফি বাবদ ১,০০০ টাকা জমা দিতে হবে জনতা ব্যাংকের টিএসসি শাখায়।
আবেদনের সঙ্গে জমা দিতে হবে—
ব্যাংক রশিদের মূল কপি
সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি
সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি
গবেষণার রূপরেখা
এসব কাগজপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউট পরিচালকের দপ্তরে ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে।
ভর্তির যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষা জীবনের প্রতিটি স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। সিজিপিএ ভিত্তিক ফলাফলের ক্ষেত্রে ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ বা ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এই শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। তাদের জন্য ৫.০০ স্কেলে ৩.০০ এবং ৪.০০ স্কেলে ২.৫০ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
সরকারি, বেসরকারি (ইউজিসি স্বীকৃত) এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে বিদেশি বা বেসরকারি ডিগ্রিধারীদের জন্য সমতাসনদ গ্রহণ করা বাধ্যতামূলক।
চাকরিরত প্রার্থীদের এক বছরের ছুটি অনুমোদনসহ অনাপত্তিপত্র জমা দিতে হবে ভর্তি ফি জমার তিন মাসের মধ্যে, অন্যথায় রেজিস্ট্রেশন বিবেচনায় নেওয়া হবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে শুধুমাত্র কর্তৃপক্ষের অনুমতিই যথেষ্ট।
এছাড়া এমবিবিএস বা সমমানের ডিগ্রিধারীরাও সংশ্লিষ্ট বিভাগের অধীনে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
লগইন
ঢাবিতে এমফিল ভর্তির আবেদন শুরু। ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!