ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রিমিয়ারলীগের (বিপিএল) সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫-এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এরপর মাসব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের মেলার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। তারুণ্যের মেলা উদ্বোধনের পর তিনি মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসবে তারুণ্যের উদ্ভাবনী ও উদ্যোক্তাদের জীবন ও সফলতার গল্প নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তারুণ্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক লায়লা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগীতায় সারা দেশব্যাপি আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব। সেই ধারায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তার মাঝে আছে জুলাই-আগস্ট বিপ্লবের তথ্যচিত্র প্রদর্শনী, তারুণ্য মেলা, ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা, ক্রীড়া কার্যক্রম, সাংস্কৃতিক উৎসব, তরুণ উদ্যোক্তাদের জন্য সেমিনার প্রভৃতি। ভাইস-চ্যান্সেলর মহোদয় আরো বলেন, এসকল কর্মসূচি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নতুন শক্তি যোগাবে এবং একতাবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশে বর্তমানে প্রায় ৬৩% মানুষের বয়স ৩৫ বছরের নিচে অর্থাৎ যুবশক্তির নেতৃত্বে বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে সমৃদ্ধ এবং প্রগতিশীল। চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে নবযাত্রা শুরু হয়েছে তা অপ্রতিরোধ্য এবং অদম্য। সারা দেশব্যাপি তরুণের জয়গান ধ্বনিত হচ্ছে এবং নতুন সমাজ বিনির্মাণের শপথ নিয়ে তরুণসমাজ হাতে হাত রেখে কাজ করছে। সেই উদ্যম আর প্রেরণাকে সঙ্গি করে আজ ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারির অংশগ্রহণে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব - ২০২৫। আজকের বিশেষ কর্মসূচির মধ্যে তারুণ্য মেলা এবং ফ্যাসিবাদবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে। এই সময় তরুণদের, এই সময় নবযুগের নবধারার। তরুণদের হাত ধরে যে জয়যাত্রার শুরু হয়েছে তা আমাদের প্রিয় বাংলাদেশকে নিয়ে চলুক সাফল্যের স্বর্ণ শিখরে। আগামীর সম্ভাবনাময় সমাজের কান্ডারি হয়ে তারুণ্যের শক্তি হোক আমাদের প্রধান অবলম্বন।
সবশেষে দৃঢ়ভাবে উচ্চারণ করি তারুণ্যের স্লোগান : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ ও প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!