খুলনার সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী অ্যাডভান্সড স্টেম ক্যাম্পে অংশ নিয়ে রামপাল, তালা ও সাতক্ষীরা উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তির জগতে নতুন আলো খুঁজে পেয়েছে। শনিবার শুরু হওয়া এই আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখেছে বৈজ্ঞানিক গবেষণার ধাপ, স্ক্র্যাচ প্রোগ্রামিং, ব্লক বেজড কোডিং এবং আরডুইনো রোবোটিকসের ব্যবহার।
স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া প্রকল্পের আওতায় মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই আয়োজনটি বাস্তবায়ন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)। উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকার পিছিয়ে থাকা মেয়েশিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা বাড়ানো এবং বিজ্ঞান গবেষণায় আগ্রহ সৃষ্টি করা।

প্রথম দিনে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ও সায়েন্স কংগ্রেসের একাডেমিক কো-অর্ডিনেটর তানভির উল ইসলাম, মাকসুদুল আলম বিজ্ঞানাগারের সমন্বয়ক ফারজানা লিমা ও কুয়েট রিসার্চ সোসাইটির সভাপতি নাফিস আহমেদ বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত সেশন পরিচালনা করেন। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বাস্তবিক সমস্যা নির্ধারণ করে গবেষণা পদ্ধতি অনুসরণে পোস্টার তৈরি করে এবং উপস্থাপনাও করে।
দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা স্ক্র্যাচ প্রোগ্রামিং ও ব্লক বেজড কোডিংয়ের মাধ্যমে রোবোটিকস প্রজেক্ট তৈরি করে, যেখানে তারা আরডুইনো কিট ব্যবহার করে একটি বাস্তবিক সমাধান তৈরির অভিজ্ঞতা অর্জন করে।
কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মণ কুমার সাহা বলেন, "এ রকম হাতে-কলমে প্রশিক্ষণ যদি নিয়মিত দেওয়া যায়, তবে উপকূলীয় অঞ্চল থেকেও প্রযুক্তিতে দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।"
অন্যদিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাবেয়া বশরী জানায়, "আমার মনে হয়েছে, বিজ্ঞান প্রকল্পে সমস্যার গভীরে গিয়ে চিন্তা করলে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এই ক্যাম্প আমাকে সেই পথ দেখিয়েছে।"
এই উদ্যোগ উপকূলীয় মেয়েশিক্ষার্থীদের প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে ও তাদের আত্মবিশ্বাস বাড়াতে নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।
মন্তব্য করার জন্য লগইন করুন!