চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আজকে আমরা মুক্ত আকাশের নিচে প্রোগ্রাম করতে পারছি। আগামী ফেব্রুয়ারী ২০২৬ এ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এখনও দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, অন্তভর্তীকালীন সরকার যদি মনে করেন আগামী এক মাসের মধ্যে নির্বাচন দিবে, তাহলে আমরা এক মাসের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আপনারা জানেন একটি অসুষ্ঠু রাজনৈতিক দল বিভিন্ন স্লোগান দিয়ে অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। নানা ষড়যন্ত্র করে আগামী নির্বাচনের জন্য বাঁধা সৃষ্টি করছেন তা আমরা জানি। তাহলে এ দেশের জনগণ সম্মিলিতভাবে জবাব দেবে।
তিনি আরো বলেন, যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা কখনও সফল হবেন না। বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি। আমাদের পাশবর্তী দেশ নেপালে পিআর পদ্ধতি সিস্টেমের জন্য গত ১৭ মাসে ১০ বার সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশে এটা হতে দেয়া যাবে না। যাদের সাথে জনগণের সাথে কোন সম্পর্ক নেই, তারা হয়তো এ ধরনের কথা বলে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এ উদ্দেশ্য কখনো সফল হবে না।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি। হয়তো এ মাসের মাঝামাঝি সময়ে হয়তো আমাদের নেতা তারেক রহমান নির্বাচনী আসনগুলোতে কারা কারা নির্বাচন করবেন সেই নির্দেশনা দিবেন। সেই লক্ষ্যেও দল কাজ করা হচ্ছে। যারা জান্নাতের টিকেট দেয়ার কথা বলে রাজনীতি করে, এটা অন্যায়। আমরা সকলে জানি জান্নাতের টিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বেহেস্তের টিকেট দিতে পারে না। তারা বাড়ি বাড়ি মহিলা দিয়েও এ অপপ্রচার করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অনেক শক্তিশালী। আমাদের দেশের মহিলারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অনেক ভালবাসেন। তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না।
তিনি আরো বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি, ঘরে ঘরে যাচ্ছি। এই ৩১ দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা রয়েছে, বিভিন্ন সংস্কারের কথা বলা রয়েছে আগামীদিনে রাষ্ট্রকে আমরা কিভাবে ঢেলে সাজাবো সেটা আমাদের নেতা তারেক রহমান বোঝেন। আগামীদিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমরা আওয়ামী লীগের মতো বলবো না, সিঙ্গাপুর বানাবো। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া বলেন, আগামী নির্বাচন হবে অত্যান্ত কঠিন নির্বাচন। ৫ আগস্টের পর অনেক হাইব্রিডের আর্বিভাব হয়েছে। আমাদের নেতা তারেক রহমান অনেক বিচক্ষণ নেতা। তিনি সব দেখেন ও জানেন। বিদেশে বসে থেকে তিনি এ দলেরই কাজ করে যাচ্ছেন। কে কি করছেন সব তার নলেজে আছে। প্রার্থী বাচাইয়ে তিনি দক্ষ ও যোগ্য লোককেই বাচাই করবেন। আমাদের বেঁচে থাকতে হলে এবং দলকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধের বিকল্প নেই।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও অ্যাড. শামসুল ইসলাম মন্টুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাড. বোরহান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. মোশারফ হোসেন, সদস্য আলহাজ এম এ হান্নান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক ও জেলা বিএনপি উপদেষ্টা মন্ডীর সদস্য রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকি ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি উপদেষ্টা মন্ডীর সদস্য লায়ন হারুনুর রশীদ, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ, এস এম কামাল উদ্দিন চৌধুরী, মোতাহার হোসেন পাটওয়ারী, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, অ্যাড. আব্বাস উদ্দিন, আব্দুল মান্নান খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ডা. শামীম আহমেদ, আব্দুস শুক্কুর পাটওয়ারী, শরীফ মো. ইউনুস, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, হুমায়ুন কবির প্রধান, মোল্লা মাহমুদ হাসান, আলমগীর কবির পাটওয়ারী, ডি এম শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, সদস্য আজহারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, তানভীর হুদা, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, মতলব পৌর বিএনপি সভাপতি সোয়েব সরকার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আহমেদ সেলিম, কচুয়া পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ ভেন্ডার প্রমুখ।
গত সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন জেলা বিএনপির হাজী মোশাররফ হোসাইন। শোক প্রস্তাব পাঠ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত ও দোয়া মোনাজাত করেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলআনা জসিম উদ্দিন পাটওয়ারী।
মন্তব্য করার জন্য লগইন করুন!