২০০৮-০৯ সালের দিকে প্রেমে জড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের দুই জনপ্রিয় তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। প্রায় দুই বছর ধরে চলা এই সম্পর্কের সময়েই স্বস্তিকার ডিভোর্সের মামলা চলছিল। সেই কঠিন সময়টাতে স্বস্তিকার পাশে ছিলেন পরমব্রত।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘Straight Up with Sri’-তে এই বহুল আলোচিত সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন পরমব্রত।
তিনি জানান, সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ছিল তাঁরই। পরমব্রতের ভাষায়,
“আমরা প্রায়ই দেখা করি, কথা বলি। দুই বছর আমরা একসঙ্গে ছিলাম। এর একটা বড় অংশ ছিল দারুণ সুন্দর, যা সারাজীবন মনে রাখব। তবে একটা সময় ছিল খুব অশান্ত। তখন আমি নিজেই এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিই।”
পরবর্তীতে সিনেমা বিষয়ে উচ্চশিক্ষা নিতে বিদেশ চলে যান পরমব্রত। ফিরে আসার সময় ক্ষত অনেকটাই মুছে গেলেও, শুরুতে স্বস্তিকার সঙ্গে মুখোমুখি হলে কিছুটা দ্বিধা কাজ করত বলেও স্বীকার করেছেন তিনি।
“তখনকার আমি আর আজকের আমি এক নই,” বলেন পরমব্রত,
“বিচ্ছেদের পর ওর সঙ্গে কথা বলতে অস্বস্তি হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেছে। স্বস্তিকার মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। সে এখন যে বিষয় নিয়ে কথা বলে, ভাবনার গভীরতা, সেটি ১৬ বছর আগে কল্পনাও করা যেত না।”
পরমব্রত ও স্বস্তিকা দুজনেই অতীত লুকাতে চান না। বিচ্ছেদের পরও একে অপরকে সম্মান দিয়ে কথা বলেন, যা তাদের পরিণত ব্যক্তিত্বেরই প্রমাণ।
মন্তব্য করার জন্য লগইন করুন!