বিনোদন ডেস্ক:
সন্ধ্যা ৬টা। বিছানায় হেলান দিয়ে বসে আছেন দীপিকা পাড়ুকোন। সদ্য ঘুম থেকে উঠে একটু নিঃশ্বাস নেওয়ার ফুরসত পেয়েছেন। মা হওয়ার সাত মাস পর এখন জীবন কেবল নিজের নয়—সবকিছু ঘিরে ছোট্ট এক প্রাণ, কন্যা দুয়া।
বলিউডের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী তারকাদের একজন তিনি। কান থেকে মেট গালা—সব লালগালিচায় দীপিকা। লুই ভুইতোঁ আর কার্তিয়েরের মুখ, আবার ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবু আজকের দীপিকা এক অন্য মানুষ—সাদা টি-শার্ট, কালো পায়জামা, makeup ছাড়া মুখে মৃদু হাসি। তিনি এখন ‘মা’।
মা হওয়ার পরের দীপিকা
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কন্যা দুয়া জন্ম নেয়। সহজ ছিল না সে পথ। জটিল গর্ভাবস্থা, কঠিন প্রসব—সব পেরিয়ে সেই ছোট্ট মুখ প্রথমবার দেখার অনুভূতি এখনও তাঁর স্মৃতিতে গেঁথে আছে।
আজ দীপিকার জীবন দুই ভাগে ভাগ—দুয়ার আগে ও পরে। তিনি বলেন, “আমার ভেতরের কেন্দ্রটাই যেন বদলে গেছে।” রণবীর বলেন, “এটাই দীপিকার সবচেয়ে সুন্দর রূপ।”
মাতৃত্বে খুঁজে পাওয়া এক নতুন দীপিকা
মাতৃত্বের বাস্তবতা সহজ নয়। দীপিকা বলেন, “নিজেকে হারিয়েছি বলব না, আবার পুরোপুরি খুঁজেও পাইনি। পথ খুঁজে নিচ্ছি।”
সন্তানকে ঘিরে কাজের গতি কমিয়েছেন। কখনো বাসা থেকে, কখনো সন্তানকে সঙ্গে নিয়েই কাজ। এক পরিচালককে দেখা করতে না গিয়ে বলেছিলেন, “বাচ্চার জন্য বাড়িতে থাকতে হবে।” শুনতে হয়েছিল, “মনে হচ্ছে মা হওয়ার বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছেন!” দীপিকার জবাব: “মা হওয়াকে সিরিয়াসলি নেওয়া কি অন্য কিছু?” |
রণবীরের সাপোর্ট আর দীপিকার সিদ্ধান্ত
মা হওয়ার সিদ্ধান্ত ছিল দীপিকার নিজের। রণবীর সব সিদ্ধান্তে পাশে ছিলেন। বলেছেন, “তোমার শরীর, সিদ্ধান্তও তোমার।” সন্তানের নাম নিয়েও ছিল এমনই এক গভীর মুহূর্ত—এক রাতে দীপিকা হঠাৎ রণবীরকে লেখেন, “দুয়া?” সাড়া আসে এক শব্দে—“হ্যাঁ”।
নিজেকে ফিরে পাওয়ার লড়াই
শরীরচর্চা, পর্যাপ্ত পানি, ঘুম—সন্তানের পাশাপাশি নিজেকেও সময় দিচ্ছেন দীপিকা। প্রসবের পর নিজের শরীরকে ‘বাউন্স ব্যাক’ নয়, ‘ধন্যবাদ জানানোর সময়’ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “যখন দেখি—এই ছোট্ট মানুষটা আমার… তখন মনে হয়, এটা কি সত্যি? স্বপ্ন মনে হয়।”
মন্তব্য করার জন্য লগইন করুন!