দেখতে দেখতে কেটে গেছে ২৫ বছর। ২০০০ সালের ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘কাহো না... পেয়ার হ্যায়’। রাকেশ রোশনের পরিচালনায় এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় হৃতিক রোশনের। চলতি বছরে ছবিটির ২৫ বছর পূর্তি হচ্ছে। একইসঙ্গে হৃতিক রোশনের ক্যারিয়ারও পা রাখছে রজতজয়ন্তীতে।
এই বিশেষ উপলক্ষে হৃতিক রোশনের জন্মদিনে, ১০ জানুয়ারি, আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কাহো না... পেয়ার হ্যায়’। নিজের ক্যারিয়ারের এই মাইলফলকে পৌঁছে আবেগাপ্লুত হৃতিক।
মুম্বাইয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃতিক বলেন, “আমি আসলে একদম লাজুক প্রকৃতির মানুষ। তবে গণমাধ্যম আমাকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে শিখিয়েছে। এই দীর্ঘ সময়ে চেষ্টা করেছি মানুষ হিসেবে আরও বিনয়ী হতে।”
২০০০ সালের বলিউডের সবচেয়ে সফল সিনেমার তালিকায় শীর্ষে ছিল ‘কাহো না... পেয়ার হ্যায়’। সিনেমাটি রাকেশ রোশনের পরিচালনা ও প্রযোজনায় নতুন ইতিহাস গড়েছিল। এই ছবির জন্য রাকেশ রোশন ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। হৃতিক রোশনও সেরা নবাগত অভিনেতা ও সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন।
শুধু হৃতিক নন, এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেলেরও। মাত্র ১০ কোটি রুপি বাজেটের এই সিনেমা তখন বক্স অফিসে ৮০ কোটি রুপি ব্যবসা করেছিল।
২৫ বছর পূর্তির বিশেষ এই মুহূর্তে সিনেমাটি আবার প্রেক্ষাগৃহে ফিরছে, যা হৃতিক রোশনের ভক্তদের জন্য একটি দারুণ উপহার। একদিকে নিজের জন্মদিন, অন্যদিকে ক্যারিয়ারের রজতজয়ন্তী—এই দুটি আনন্দ একসঙ্গে উদ্যাপন করতে পেরে ভীষণ আনন্দিত বলিউডের এই সুপারস্টার।
‘কাহো না... পেয়ার হ্যায়’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগ, একটি স্মৃতি। আর হৃতিক রোশনের ক্যারিয়ার যেন এই ছবির সাফল্যের গল্পকে পাথেয় করেই গড়ে উঠেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!